চলমান বার্তা বিনোদন ডেস্ক: জুবিলি’র পর আবারও ওয়েব সিরিজ নিয়ে আসছেন ওপার বাংলার পরিচালক সৌমিক সেন। পরিচালনাই নয়, সিরিজের চিত্রনাট্যও লিখেছেন তিনি। রাজনৈতিক প্রেক্ষাপটে লেখা ওই গল্পে উঠে আসবে দেশের মুক্তিযুদ্ধের কথা। তার প্রভাব কলকাতায় কীভাবে পড়েছিল? এই দুই বাংলার আঙ্গিকে গড়ে উঠছে সিরিজটি। প্রাথমিকভাবে নাম ‘জ্যাস সিটি’ ঠিক হলেও এখনও কিছু চূড়ান্ত হয়নি বলেই খবর। আগে হিন্দি মাধ্যমে এই সিরিজ তৈরির খবর এলেও এখন জানা যাচ্ছে সম্পূর্ণ বাংলা ভাষায় তৈরি হচ্ছে এটি।
আগেই জানা গিয়েছিল এই গল্পে জুটি হিসেবে দেখা যেতে পারে আরিফিন শুভ ও টলিউড অভিনেত্রী সৌরসেনী মৈত্রকে। যেহেতু বাংলাদেশ ও কলকাতার প্রেক্ষাপটে লেখা গল্পটি, তাই দুই বাংলার তারকাদের আধিক্য দেখা যেতে চলেছে।
অভিনেতা চঞ্চল চৌধুরীকে দেখা যেতে পারে একটি বিশেষ চরিত্রে। গল্পে ফুটে উঠবে বাংলাদেশের ভাষা আন্দোলনের ইতিহাস। এপার বাংলা থেকে ওপার বাংলায় গিযে নতুন করে জীবন শুরু করারও নানা দিক তুলে ধরা হবে এই সিরিজে। এই মুহূর্তে অভিনেতা নির্বাচন পর্ব চলছে বলেই জানা যায়। সবকিছু ঠিক থাকলে পুজোর পরেই শুরু হতে চলেছে শুটিং।
নতুন করে বাংলা মাধ্যমে আসছে ওয়েব প্ল্যাটফর্ম ‘সোনি লিভ’। সৌমিক সেনের এই সিরিজটি আসছে এই ওটিটি প্ল্যাটফর্মেই।
আরোও পড়ুন:সিনেমা হল ভাঙচুর;অনিশ্চয়তায় ঢাকাই সিনেমা