সোমবার (২৫ আগস্ট) কয়েক দফা দাবিতে সাভারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, ডংলিয়ন কারখানায় মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ। এতে শ্রমিকরা জরুরি কাজেও ফোন ব্যবহার বা পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন না। প্রতিবাদে সকালে কাজ বন্ধ রাখে শ্রমিকরা। একপর্যায়ে কর্তৃপক্ষ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। এরপর শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে।
সকালে গাজীপুরে পিকক গার্মেন্টস এন্ড প্রিন্ট কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নামে। তারা শ্রীপুর-মাওনা সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে। এ সময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন।
এ সময় শ্রমিকদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়ে তাদের কাজে ফেরার আহ্বান জানান কারখানার ব্যবস্থাপনা পরিচালক।