ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদসহ ৫ জনের নামে মামলা সাড়ে ৯ লাখ টাকার জুতা পরেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান মেগা প্রজেক্টের নামে দেশটাকে শেষ করে দিয়েছে শেখ হাসিনা সরকার : বিএনপি মহাসচিব জার্মানিতে ব্যাটারিচালিত ট্রেনের যুগে টেসলার অভিষেক সেনাবাহিনীকে সবখানে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ঠিক হবে না: ফখরুল অর্পিত দায়িত্ব পালনে সবার সহযোগিতা চাইলেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান দেশে গ্যাস-বিদ্যুতের ঘাটতি হবে না : উপদেষ্টা ফাওজুল কবির যুক্তরাষ্ট্রে ইউনূস-মোদি বৈঠক হচ্ছে না চয়নিকার সিনেমায় দেবকে নায়ক হিসেবে চান , নায়িকা কে হবেন? ঢাবিতে যুবক ও জাবিতে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা: আইন হাতে তুলে না নিতে আহ্বান

একই ছাতার নিচে নির্মাণ সংশ্লিষ্ট ১০ সংগঠন

যখন নাটকপাড়ায় তুলকালাম চলছে অভিনয়শিল্পী সংঘ কর্তাদের গণপদত্যাগের দাবিতে, তখনই খবর এলো অন্য দশটি সংগঠনের এক হওয়ার মতো বড় খবর। যারা নির্মাণ শিল্পের প্রতিটি স্তরের সঙ্গে জড়িত। বরাবরই যারা অভিনয়, নির্মাতা, প্রযোজক ঘরানার সংগঠনের চাপে চ্যাপ্টা হয়ে ছিলেন।

দশ সংগঠনের এই মোর্চা বা ছাতার নাম ফিল্ম ক্রু অ্যালায়েন্স অব বাংলাদেশ (ফিল্ম ক্যাব)। গত ১৪ সেপ্টেম্বর রাজধানীর এক রেস্তোরাঁয় এই ছাতাটি খোলা হলো তুমুল বৃষ্টির বিপরীতে, গঠিত হলো ১০ সংগঠনের প্রতিনিধি নিয়ে কমিটি। এতে যুক্ত রয়েছে সিনেমা, বিজ্ঞাপনচিত্র ও ওটিটি কনটেন্ট ক্রুদের বেশ কয়েকটি সংগঠন। তাদের মতে, ফিল্ম ক্যাব শুধু একটি সংগঠন নয়—এটি একটি ছাতা, যা ১০টি বিশিষ্ট সংগঠনকে রোদ-বৃষ্টি থেকে বাঁচাবে।

এই মোর্চার মাধ্যমে নেতারা চেষ্টা করবেন, বিনোদন মাধ্যমে যুক্ত সব ক্রু মেম্বারের জন্য একটি টেকসই এবং পেশাদার কর্মপরিবেশ নিশ্চিত করা। কর্মপরিস্থিতি উন্নত করার পাশাপাশি এমন মানদণ্ড স্থাপন করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা বাংলাদেশের চলচ্চিত্রশিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।

এর সঙ্গে যুক্ত থাকা সংগঠনগুলো হলো আর্ট ডিরেক্টরস অ্যান্ড কস্টিউম ডিজাইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; বাংলাদেশ অ্যাডভার্টাইজিং মেকআপ আর্টিস্ট কমিউনিটি; বাংলাদেশ অ্যালায়েন্স অব সিনেমাটোগ্রাফারস; বাংলাদেশ প্রডাকশন সাউন্ড রেকর্ডিস্ট অ্যাসোসিয়েশন; কাস্টিং ডিরেকটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; ফোকাস পুলার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; পোস্ট প্রডাকশন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; প্রডাকশন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; ক্যামেরা ক্রু অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং বাংলাদেশ লাইটম্যান কল্যাণ সংস্থা।

প্রতিষ্ঠার দিন সংগঠনটির সদস্যদের সামনে নেতারা সাতটি লক্ষ্য উপস্থাপন করেন। এর মধ্যে রয়েছে, লিঙ্গ সমতা নিশ্চিতকরণ, ন্যায়সঙ্গত ও সংগঠিত কাজের পদ্ধতি, পেশাগত উন্নয়ন, আইনি সহায়তা ও অধিকার সুরক্ষা, সহযোগিতা ও যোগাযোগের উন্নতি, কল্যাণমূলক উদ্যোগ এবং পরিবেশবান্ধব কাজের পদ্ধতি।

ফিল্ম ক্যাব প্রতিষ্ঠার দিন (১৪ সেপ্টেম্বর) সংগঠনটির নির্বাহী কমিটির সদস্যদের চূড়ান্ত করা হয়। তারা হলেন আতিয়া রহমান, বরকত হোসেন পলাশ, ইদিলা ফরিদ তুরিন, ফারজানা সান, ইফরীত জীনা মিতি, কামরুন নাহার কলি, মোঃ গোলাম সরোয়ার (রুবেল), মোঃ মহিউদ্দিন খান (রনি), মোঃ তারেক বাবলু, মোর্শেদ বিপুল, মজিবুল মোহন, নাহিদ মাসুদ, নাজমুল হাসান, রোদ্রী রিপ, রিপন নাথ, শৈব তালুকদার, এস আর জিতু, শিহাব নুরুন নবী ও তারেক আহমেদ।

সংগঠনটির ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে মেকআপ আর্টিস্ট আতিয়া রহমান বলেন, ‘এই আমব্রেলার নিচে থাকা সব সদস্যদের ক্ষমতায়নের জন্য এবং শিল্পের ধারাবাহিক পেশাগত উন্নয়ন নিশ্চিত করার জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজনের পরিকল্পনা রয়েছে। আমরা সব আগ্রহী পক্ষকে এই উদ্যোগ সম্পর্কে অবহিত থাকার এবং আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য আহ্বান জানাই, যাতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের মান উন্নয়নে অবদান রাখা যায়।’

আরো পড়ুন :

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডের সদস্য হলেন যারা

ফিফা ভেরিফায়েড রিলসে চিরকুট!

ভারত যেতে পারছেন না পরী-ফারিণ বাংলাদেশে আসতে পারছেন না ঋতুপর্ণা-স্বস্তিকা, 

রাফির ‘ব্ল্যাক মানি’তে তানজিন তিশা

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদসহ ৫ জনের নামে মামলা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

একই ছাতার নিচে নির্মাণ সংশ্লিষ্ট ১০ সংগঠন

আপডেট সময় ০৫:৩৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

যখন নাটকপাড়ায় তুলকালাম চলছে অভিনয়শিল্পী সংঘ কর্তাদের গণপদত্যাগের দাবিতে, তখনই খবর এলো অন্য দশটি সংগঠনের এক হওয়ার মতো বড় খবর। যারা নির্মাণ শিল্পের প্রতিটি স্তরের সঙ্গে জড়িত। বরাবরই যারা অভিনয়, নির্মাতা, প্রযোজক ঘরানার সংগঠনের চাপে চ্যাপ্টা হয়ে ছিলেন।

দশ সংগঠনের এই মোর্চা বা ছাতার নাম ফিল্ম ক্রু অ্যালায়েন্স অব বাংলাদেশ (ফিল্ম ক্যাব)। গত ১৪ সেপ্টেম্বর রাজধানীর এক রেস্তোরাঁয় এই ছাতাটি খোলা হলো তুমুল বৃষ্টির বিপরীতে, গঠিত হলো ১০ সংগঠনের প্রতিনিধি নিয়ে কমিটি। এতে যুক্ত রয়েছে সিনেমা, বিজ্ঞাপনচিত্র ও ওটিটি কনটেন্ট ক্রুদের বেশ কয়েকটি সংগঠন। তাদের মতে, ফিল্ম ক্যাব শুধু একটি সংগঠন নয়—এটি একটি ছাতা, যা ১০টি বিশিষ্ট সংগঠনকে রোদ-বৃষ্টি থেকে বাঁচাবে।

এই মোর্চার মাধ্যমে নেতারা চেষ্টা করবেন, বিনোদন মাধ্যমে যুক্ত সব ক্রু মেম্বারের জন্য একটি টেকসই এবং পেশাদার কর্মপরিবেশ নিশ্চিত করা। কর্মপরিস্থিতি উন্নত করার পাশাপাশি এমন মানদণ্ড স্থাপন করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা বাংলাদেশের চলচ্চিত্রশিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।

এর সঙ্গে যুক্ত থাকা সংগঠনগুলো হলো আর্ট ডিরেক্টরস অ্যান্ড কস্টিউম ডিজাইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; বাংলাদেশ অ্যাডভার্টাইজিং মেকআপ আর্টিস্ট কমিউনিটি; বাংলাদেশ অ্যালায়েন্স অব সিনেমাটোগ্রাফারস; বাংলাদেশ প্রডাকশন সাউন্ড রেকর্ডিস্ট অ্যাসোসিয়েশন; কাস্টিং ডিরেকটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; ফোকাস পুলার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; পোস্ট প্রডাকশন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; প্রডাকশন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; ক্যামেরা ক্রু অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং বাংলাদেশ লাইটম্যান কল্যাণ সংস্থা।

প্রতিষ্ঠার দিন সংগঠনটির সদস্যদের সামনে নেতারা সাতটি লক্ষ্য উপস্থাপন করেন। এর মধ্যে রয়েছে, লিঙ্গ সমতা নিশ্চিতকরণ, ন্যায়সঙ্গত ও সংগঠিত কাজের পদ্ধতি, পেশাগত উন্নয়ন, আইনি সহায়তা ও অধিকার সুরক্ষা, সহযোগিতা ও যোগাযোগের উন্নতি, কল্যাণমূলক উদ্যোগ এবং পরিবেশবান্ধব কাজের পদ্ধতি।

ফিল্ম ক্যাব প্রতিষ্ঠার দিন (১৪ সেপ্টেম্বর) সংগঠনটির নির্বাহী কমিটির সদস্যদের চূড়ান্ত করা হয়। তারা হলেন আতিয়া রহমান, বরকত হোসেন পলাশ, ইদিলা ফরিদ তুরিন, ফারজানা সান, ইফরীত জীনা মিতি, কামরুন নাহার কলি, মোঃ গোলাম সরোয়ার (রুবেল), মোঃ মহিউদ্দিন খান (রনি), মোঃ তারেক বাবলু, মোর্শেদ বিপুল, মজিবুল মোহন, নাহিদ মাসুদ, নাজমুল হাসান, রোদ্রী রিপ, রিপন নাথ, শৈব তালুকদার, এস আর জিতু, শিহাব নুরুন নবী ও তারেক আহমেদ।

সংগঠনটির ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে মেকআপ আর্টিস্ট আতিয়া রহমান বলেন, ‘এই আমব্রেলার নিচে থাকা সব সদস্যদের ক্ষমতায়নের জন্য এবং শিল্পের ধারাবাহিক পেশাগত উন্নয়ন নিশ্চিত করার জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজনের পরিকল্পনা রয়েছে। আমরা সব আগ্রহী পক্ষকে এই উদ্যোগ সম্পর্কে অবহিত থাকার এবং আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য আহ্বান জানাই, যাতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের মান উন্নয়নে অবদান রাখা যায়।’

আরো পড়ুন :

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডের সদস্য হলেন যারা

ফিফা ভেরিফায়েড রিলসে চিরকুট!

ভারত যেতে পারছেন না পরী-ফারিণ বাংলাদেশে আসতে পারছেন না ঋতুপর্ণা-স্বস্তিকা, 

রাফির ‘ব্ল্যাক মানি’তে তানজিন তিশা