এস এইচ সুমন
নজরুল চর্চায় বিশেষ অবদান রাখাসহ সাহিত্যের বিভিন্ন শাখায় কৃতিত্বপূর্ণ ভুমিকার জন্যে লালকুঠি সাহিত্য পরিষদ এর পক্ষ থেকে “শাহ আবদুল হালিম ( র)” পদকে ভূষিত করা হয়েছে তিন গুণী সাহিত্যিককে। পদক প্রাপ্তরা হলেন যথাক্রমে (১) বিশিষ্ট নজরুল গবেষক, সুলেখক সু-সাহিত্যিক, সাংবাদিক ও সম্পাদক কবি আবদুল মুকীত চৌধুরী, (২) বহুগ্রন্থ রচয়িতা, নজরুল গবেষক, সম্পাদক ও বাংলা কবিতায় বৈজ্ঞানিক উপমা উৎপ্রেক্ষার সফল রূপকার কবি হাসান আলীম, এবং ( ৩) গবেষক, সম্পাদক, সাংবাদিক সাহিত্য চিন্তক কবি সোলায়মান আহসান।
আজ ২৪ মে শুক্রবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের ঐতিহ্যের অবিনাশী নাম কাজী নজরুল ইসলাম “শীর্ষক এক মনোজ্ঞ আলেচনা সভা ও কবিতা পাঠ” অনুষ্ঠানে এ পদক হস্তান্তর করা হয়।
লালকুঠি সাহিত্য পরিষদে সভাপতি, লালকুঠি দরবার শরীফের পীর সাহেব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আহসানুল হাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা মঞ্চ এর প্রতিষ্ঠাতা সভাপতি কবি মাহমুদুল হাসান নিযামী এবং সাপ্তাহিক চলমান বার্তা পত্রিকার সম্পাদক কবি মাহমুদুন্নবী জ্যোতি।
কবি আমিন আল আসাদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কবি তাজ ইসলাম, কবি রহমতুল্লাহ খন্দকার, কবি ইবনে আবদুর রহমান ও কবি মঞ্জু খন্দকার। বক্তব্য রাখেন লালকুঠি সাহিত্য পরিষদের নির্বাহী সদস্য আবু জাহিদ।
লালকুঠি সাহিত্য পরিষদ এর ফেইজবুক ও ম্যাসেঞ্জার এডমিন ক্বারী ও কন্ঠশিল্পী মাওলানা হাবীবুর রহমানের কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
জাতীয় কবির কবিতা পাঠে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা কবি মোহাম্মদ রফিক মিয়া, কবি আলমগীর হোসেন জোয়ার্দার, কবি হুমায়ুন মোহাম্মদ, কবি হাবীবুর রহমান, কবি ফারদিন উদ্দীন আহমদ মৃদুল, কবি ওমর ফারুক এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ইসলামী গান পরিবেশন করে শিশু শিল্পী ইউজার্সিফ মোহাম্মদ আদনান।
সভায় উপস্থিত ছিলেন আবু সাইদ অহিদুল, বাংলা ভাষা ও সাহিত্যের পাকিস্তানী ছাত্র আবু তাহের, আব্দুর রাজ্জাক, বাপ্পী, কবি শেখ জাহিদ, ফাহিমুল ইসলাম, তাসনিয়া মুস্তাজির, ফারহানা আক্তার, সেলিনা পারভীন বীথি। সভায় সার্বিক সহযোগিতায় ছিলেন মো মারুফুর রহমান, মাসুক আহমেদ, ও জনাব আমীনুল ইসলাম।
অনুষ্ঠান শেষে সাম্প্রতিক সময়ে সম্রাজ্যবাদ বিরোধী ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রপতি সাইয়েদ ইব্রাহিম রাইসী সহ শহীদ ইরানী নেতৃবৃন্দ ও যায়নবাদ কবলিত নিপীড়িত ফিলিস্তিনী মুসলমানদের জন্যে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ড. মোহাম্মদ আহসানুল হাদী।
আরো পড়ুন : কটিয়াদিতে নতুনদের বিজয়, চলছে উল্লাস ও পরাজয়ের হিসেবেনিকেশ